জেলা পরিষদ কার্যালয়, পটুয়াখালী তে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি - ০৭/০৪

 


 -: পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি :-

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ (জেলা পরিষদ শাখা) এর ০২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখের ৪৬.৪২.০০০০.০০০.১১.০০৬.১৫.১৩১ নম্বর স্মারক এবং ১২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখের ৪৬.৪২.০০০০.০০০.১১.০০৬.১৫.২০১ নম্বর স্মারকমূলে প্রাপ্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে পটুয়াখালী জেলা পরিষদের সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহ জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী নির্ধারিত বেতন স্কেলে এবং "জেলা পরিষদ চাকুরী বিধিমালা-১৯৯০" এর নিয়োগ বিধি মোতাবেক নিম্নোক্ত শর্ত সাপেক্ষে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের বিবরণ নিম্নরূপঃ

১। পদের নাম: ১×সহকারী হিসাব রক্ষক।

     বেতন স্কেল: (১৩তম গ্রেড) ১১০০০-২৬৫৯০

শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রী এবং প্রাতিষ্ঠানিক কাজে অভিজ্ঞতা থাকতে হবে।

২। পদের নাম: ১×নিম্নমান সহকারী-কাম মুদ্রাক্ষরিক।

     বেতন স্কেল: (১৬তম গ্রেড) ৯৩০০-২২৪৯০

শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং ইংরেজী প্রতি মিনিটে ৪০ শব্দ এবং বাংলা প্রতি মিনিটে ৩০ শব্দ টাইপ করার যোগ্যতা থাকতে হবে।

৩। পদের নাম: ১×গাড়ি চালক

     বেতন স্কেল: (১৬তম গ্রেড) ৯৩০০-২২৪৯

শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে

ক) অষ্টম শ্রেণী পাস, খ) হালকা যান চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে এবং ইংরেজি ও বাংলা শব্দ পড়ার সাধারণ জ্ঞান থাকতে হবে।

৪। পদের নাম: ৩×এম এল এস এস

     বেতন স্কেল: (২০তম গ্রেড) ৮২৫০-২১২৫০

শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে ক) অষ্টম শ্রেণী পাস। খ) শুদ্ধ ভাষা ব্যবহার জ্ঞান থাকতে হবে।



১। এ জেলা পরিষদ কার্যালয়ের স্মাক নং-৪৬.১০.৭৮০০.০০০.০১.০৩৭.২১-১৩৯ তারিখ: ২১.০৫.২০২৩ খ্রি. মূলে জারীকৃত বিজ্ঞপ্তির আলোকে যে সকল প্রার্থী ইতোমধ্যে আবেদন করেছেন, সে সকল প্রার্থীকে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।


২। খামের উপর পদের নাম স্পষ্টাক্ষরে উল্লেখপূর্বক প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, পটুয়াখালী বরাবরে আবেদন আগামী ০৭-০৪-২০২৫ খ্রি. তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে অবশ্যই ডাকযোগে পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের পরে বা সরাসরি কোন আবেদন গ্রহণ করা হবে না।


৩। আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্যাদি, শর্তাবলী, জেলা পরিষদের ওয়েবসাইট (www.zp.patuakhali.gov.bd) থেকে সংগ্রহ করে যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ করা হলো।


৪। বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত শর্তাবলী যথাযথভাবে অনুসরণ করা না হলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url